ফরিদপুরে বিএনপির অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৪:১৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপির অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরস্থ কাঠপট্রিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদার্রেস আলী ইছার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, আজম খান, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জনসহ জেলা যুবদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে দলের নেতারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন- এই সরকার দেশ পরিচালনা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারই বহিঃপ্রকাশ বিদ্যুৎ খাতের বর্তমান লোডশেডিং। কোন গ্রাহক তো বিদ্যুতের বিল বকেয়া রাখেনি তাহলে বিদ্যুৎ খাতের জ্বালানি খাতে এত টাকা বকেয়া থাকবে কেন? সেটা জাতি জানতে চায়।

অচিরেই সকল ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে দাড়াতে হবে। নয়তো বিএনপি বাংলার জনগণকে সঙ্গে নিয়ে এই আওয়ামী সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় গরমে কদর বেড়েছে হাতপাখার

এদিন ওজোপাডিকো-১ (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) এর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারক লিপি প্রদানের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

(ঢাকাটাইমস/০৮জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :