যৌনপল্লীতে বিক্রি থেকে রক্ষা পেল নারী, দুই পাচারকারীকে পুলিশে সোপর্দ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১১:৩৯

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে এক নারীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় দুজন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাধুখোলা গ্রামের শামীম হাসান জয় (১৯) ও একই এলাকার রায়হান (১৯)।

থানা পুলিশ ও উদ্ধার হওয়া নারীর পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ওই নারী গাজীপুর একটি গার্মেন্টসে কাজ করেন। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে শামীম হাসান জয় গত বুধবার ওই নারীকে প্রতারণা করে এনে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করেন।

বুধবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেলস্টশন এলাকায় ওই নারীকে যৌনপল্লীতে বিক্রির উদ্দেশ্যে দরদাম করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ধরে ফেলে।

পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। সেই সঙ্গে ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: পরীক্ষার হলে শিক্ষককে পিটিয়ে আহত করল শিক্ষার্থীর বাবা-দাদা

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :