পরীক্ষার হলে শিক্ষককে পিটিয়ে আহত করল শিক্ষার্থীর বাবা-দাদা

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১১:৩১

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক সাইফুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। তবে বিষয়টি বৃহস্পতিবার লোকমুখে ছড়িয়ে পড়ে।

অভিভাবকের মারধরে গুরুতর আহত শিক্ষক সাইফুলকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামে।

ভুক্তভোগী শিক্ষক সাইফুল বলেন, অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী তার বান্ধবীর খাতা দেখে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি নজরে আসার পর তাকে উঠিয়ে অন্যত্র বসতে দেই। এ ঘটনা জানার পর ওই ছাত্রীর বাবা সুফিয়ান শেখ ও দাদা আয়ন উদ্দীন শেখসহ ৪ থেকে ৫ জন বিদ্যালয়ে এসে আমাকে কিল-ঘুষি, লাথিসহ পেটানো শুরু করেন। প্রাণ ভয়ে দৌঁড়ে প্রধান শিক্ষকের অফিসে আশ্রয় নেই। সেখানে গিয়েও আমাকে মেরে গুরুতর আহত করেন তারা।

অভিযুক্ত আয়ন উদ্দীন শেখ বলেন, শিক্ষক সাইফুল ইসলাম আমার নাতনিকেকে মানসিকভাবে হয়রানি করেছেন। তবে শিক্ষককে পেটানোর কথা অস্বীকার করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, স্থানীয়ভাবে মিমাংসার কথা হচ্ছে। তবে ঘটনার দিন সিসিটিভির ফুটেজ দেখাতে অনীহা প্রকাশ করেন তিনি।

লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, শিক্ষককে মারধরের ঘটনা শুনার পর আমি খোঁজখবর নিয়েছি। ভুক্তভোগী শিক্ষককে সব ধরনের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন: ফেনীতে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগী মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক আটক

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

ধর্ষণ মামলার আলামত নষ্টের অভিযোগ, ওসির বিচার চেয়ে রাস্তায় স্কুলছাত্রীর মা

কেরানীগঞ্জে যুবক খুনের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গাজীপুরে ইউএনওর ওপর ইউপি চেয়ারম্যানের হামলায় আহত ৪

কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশে ব্যাপক উন্নয়ন করছেন: এমপি রতন

আগুন সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ার নানকের

‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান’

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে উপকূলবাসী

এই বিভাগের সব খবর

শিরোনাম :