বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সক্ষমতা উদযাপনে সঙ্গী হলেন মিম

খিলক্ষেত বড়ুয়া বাগান বাড়ি ‘মেট্রোপ্লেক্স’ শুক্রবার (৯ জুন) সেজেছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনন্য ক্ষমতার উদযাপনের কেন্দ্রবিন্দু হিসেবে। এই উদযাপনে সঙ্গ দিয়েছেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা সাহা মিম।
অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল ‘ইনক্রেডিবল কিডস ডে আউট ২০২৩’। এই আয়োজন করে ইনক্রেডিবল। যারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওয়ান স্টপ প্রারম্ভিক শিশু হস্তক্ষেপ কেন্দ্র। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনন্য ক্ষমতার উদযাপন এবং সমর্থন করার জন্য এই আয়োজন।
অনুষ্ঠানের প্রাথমিক কেন্দ্রবিন্দু ছিল সামাজিক অন্তর্ভুক্তির প্রচার করা। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে পারস্পরিক অংশগ্রহণ, খেলার মাধ্যমে সামাজিক দক্ষতা বিকাশ করতে চায় আয়োজক প্রতিষ্ঠান। যেন অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়ে। সন্তানের বিকাশের যাত্রায় পিতামাতার জড়িত থাকার গুরুত্বের ওপর জোর দেওয়া হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যা সিনহা সাহা মিম জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করে তিনি খুবই আনন্দিত। এজন্য তিনি আয়োজক প্রতিষ্ঠান ‘ইনক্রেডিবল’কে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি একটি ইতিবাচক মনোভাব উন্নীত করা একটি সামাজিক দায়িত্ব।
ইনক্রেডিবলের চেয়ারম্যান মো. তৌকির আহমেদ বলেন, অল্পবয়সী শিশুদের এবং তাদের পরিবারের ক্ষমতায়নে অসাধারণ চিকিৎসা সেবা এবং ব্যক্তিগত যত্ন প্রদান করতে ইনক্রেডিবল বদ্ধ পরিকর।
ঢাকাটাইমস/১০জুন/ইএস
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

একবার নৌকা চেয়ে পাননি, ‘নাছোড়বান্দা’ সেই মাহির চোখ এবার দুই আসনে

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশি মডেল তোরসা

নেটজনতার ওপর মহা বিরক্ত অভিনেতা নিলয়ের বর্তমান স্ত্রী

শ্রীদেবীর বিয়ের আগেই গর্ভে আসে বড় মেয়ে জাহ্নবী! কতটা সত্যি?

স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করে যেভাবে ফেঁসে যান উদিত নারায়ণ

বাংলাদেশি যেসব তারকা সঙ্গী পাল্টেছেন বারবার! হয়েছেন নিন্দিত

বোরকা পরে দুর্গাপূজার শপিং করবেন অপু বিশ্বাস

ফের বিয়ে করলেন শাহরুখ খানের এই পাকিস্তানি নায়িকা

এমন ঘন রেশমী চুল কীভাবে পেলেন মাধুরী? জানুন রহস্য
