ফরিদপুরের মধুখালীতে প্রায় দেড় কেজি স্বর্ণের বারসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৩, ১৮:২১| আপডেট : ১০ জুন ২০২৩, ১৮:৩০
অ- অ+

ফরিদপুরের মধুখালী অবৈধভাবে বহন করার সময় প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণের বারসহ জনতার হাতে আটক-২। পরে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, শুক্রবার ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহসড়কের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীন একজোড়া নারী-পুরুষ ঘোরাফিরা করছে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ সেখানে গিয়ে তাদের দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ১ কেজি ৩৫০ গ্রাম।

তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা।

পুলিজ জানায়, জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় দেন ফরিদপুর সদরের ভাটি কানইপুর গ্রামের মৃত মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও ফরিদপুর সদরের তালতলা গ্রামের মৃত রশিদ মোল্যার মেয়ে জামিলা পারভীন (২৫)।

তারা ঢাকার তাঁতী বাজার থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে চুয়াডাংঙ্গা জেলার দর্শনায় পৌঁছে দেওয়ার কথা ছিল ।

এই ঘটনায় এসআই মাসুদ রানা বাদী হয়ে আটককৃতদের নামে মধুখালী থানায় ১৯৭৪ সালের বিশেষ আইনের ২৫-বি মোতাবেক নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
পঞ্চগড়ে দেড় বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
তিনবারের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ ইউএস-বাংলা এয়ারলাইন্স
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা