ফরিদপুরের মধুখালীতে প্রায় দেড় কেজি স্বর্ণের বারসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৩, ১৮:২১| আপডেট : ১০ জুন ২০২৩, ১৮:৩০
অ- অ+

ফরিদপুরের মধুখালী অবৈধভাবে বহন করার সময় প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণের বারসহ জনতার হাতে আটক-২। পরে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, শুক্রবার ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহসড়কের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীন একজোড়া নারী-পুরুষ ঘোরাফিরা করছে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ সেখানে গিয়ে তাদের দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ১ কেজি ৩৫০ গ্রাম।

তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা।

পুলিজ জানায়, জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় দেন ফরিদপুর সদরের ভাটি কানইপুর গ্রামের মৃত মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও ফরিদপুর সদরের তালতলা গ্রামের মৃত রশিদ মোল্যার মেয়ে জামিলা পারভীন (২৫)।

তারা ঢাকার তাঁতী বাজার থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে চুয়াডাংঙ্গা জেলার দর্শনায় পৌঁছে দেওয়ার কথা ছিল ।

এই ঘটনায় এসআই মাসুদ রানা বাদী হয়ে আটককৃতদের নামে মধুখালী থানায় ১৯৭৪ সালের বিশেষ আইনের ২৫-বি মোতাবেক নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা