ঝালকাঠির আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো: আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৩, ২১:৪৫
অ- অ+

ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতায় এই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। এই ধারা অব্যহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহরে রূপান্তর করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ হাতে নিয়েছেন। আশা করি এ কাজেও তিনি সফল হবেন।

জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামসহ চার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলার বিভিন্ন দদপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

তিনি সরকারে বাস্তবায়নাধীন সকল প্রকল্পের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে জানান। কোনো ঠিকাদারদের মুখের দিকে চেয়ে গুণগত মান খারাপ হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। সরকারের মূল লক্ষ্য দেশের টেকসই উন্নয়ন করা, তাই সকল কর্মকর্তাদের সঠিক ভাবে কাজ বাস্তবায়ন করতে হবে। সভায় আমির হোসেন আমু এমপি সকল বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের পর্যালোচনা ভিত্তিক চলমান অগ্রগতি বিষয় খোঁজখবর নেন। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে পরামর্শ প্রদান করেন।

(ঢাকাটাইমস/১৩জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা