পতিত জমিতে খামার করে সফল আলাউদ্দিন

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৩, ১০:১০
অ- অ+

পতিত জমিতে খামার করে সফল হয়েছেন চাঁদপুরের আলাউদ্দিন কাজী। গরু, হাঁস-মুরগী ও মাছের খামার করে সফল এ খামারি এখন স্থানীয়দের প্রশংসায় ভাসছেন। জেলার সদর উপজেলার বালিয়ার ৩নং ওয়ার্ডে নিজের পরিবারের পতিত জমিতে ‘মায়ের দোয়া বহুমুখী ফার্ম’ নামে একটি খামার গড়ে তুলেছেন তিনি।

খামারি আলাউদ্দিন কাজী ঢাকা টাইমসকে জানান, প্রায় ৫ একর জায়গায় গড়ে তোলা এ খামারে ১৫ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই খামারের দেশী গরুকে এখানকার উৎপাদিত নেপিয়ার ঘাস ও জাম্বুল জার্মান ঘাস খাওয়ানো হয়। আর এর মাধ্যমে গরুগুলো থেকে গড়ে প্রতিদিন আড়াইশ লিটার দুধ পাওয়া যায়। যা নিজেদের চাহিদা মিটিয়ে স্থানীয় ও আশপাশের বাজারে বিক্রি করি। এবার কোরবানিতে এই খামার থেকে ১৫টি গরু ৩০ লাখ টাকা মূল্যে বিক্রির টার্গেট নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ফার্মে ৩টি খামারে রয়েছে ১৫ হাজার সোনালী মুরগী। পাশে কলা বাগানসহ সবজি উৎপাদনের বাগান রয়েছে। আর খামারের মুরগী ও গরুর বর্জ্যকে মাছ চাষের খাবারের কাজে লাগানো হয়। এই পুকুরে রুই কাতলা, মৃগেলসহ কয়েক লাখ টাকার মাছ আছে। শুধু তাই নয়, খামারের গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করে আমার হোটেলের জ্বালানি চাহিদাও মেটানো হয়ে থাকে।

আরও পড়ুন: কৃষকের কলাবাগানে এ কেমন শত্রুতা

বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আরশাদুজ্জামান খান বলেন, এই ধরনের খামারিদের উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি ব্যাংক। শস্য, মৎস্য ও প্রাণী এই ৩ সেক্টরে কৃষকদের সহজ শর্তে স্বল্পসুদে আমরা লোন দিয়ে থাকি।

(ঢাকাটাইমস/১৯জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা