ঠাকুরগাঁওয়ে কৃষি জমি থেকে লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শাহরিয়ার পারভেজ চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর এলাকায় একটি ফসলের মাঠ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
শাহরিয়ার পারভেজ চৌধুরী আখানগর ইউনিয়নের মহেশপুর চৌধুরী পাড়ার মৃত তোজাম্মেল হক চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে হালচাষ করতে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: সুরমার পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
(ঢাকাটাইমস/২১জুন/এসএম)

মন্তব্য করুন