আন্তঃজেলা গরুচোর চক্রের আট সদস্য ট্রাকসহ আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:২১ | প্রকাশিত : ২১ জুন ২০২৩, ১৭:২০

আসন্ন ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে একাধিক গরু চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে একটি চক্রের আট সদস্যকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ। চক্রটি ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করতো। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

আটক ব্যক্তিরা হলেন- মোমিনুল, রমজান শেখ কালু, রমজান শেখ ওরফে কালু, শফিকুল, আনেয়ার হোসেন, মুক্তার হোসেন, ইব্রাহিম শেখ ও গাজী। মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

এসপি আসাদুজ্জামান বলেন, চক্রটি ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে। এরপর তারা সেগুলো সেই এলাকার হাটগুলোতে বিক্রি করে। এমন একটি চক্রকে আটক করা হয়। তবে চুরি হওয়া তিনটি গরু ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটা গ্রামের মনুরদ্দিনের বাড়ি থেকে দুটি ষাড় ও একটি গাভীসহ তিনটি গরু চুরি হয়। পরে তিনি বিষয়টি থানায় জানান। তার মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে সেই চোর চক্রকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। চক্রটিকে ধরতে ঢাকা জেলা উত্তর ডিবির সদস্যরা সহযোগিতা করেছেন।

(ঢাকাটাইমস/২১জুন/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

হেফাজতে নারীর মৃত্যু: র‌্যাব-১৪ অধিনায়ককে সরানো হচ্ছে?

পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন: র‌্যাব

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব: মুখপাত্র

নারী ক্রীড়াবিদকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক নিউটন গ্রেপ্তার

ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা: কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতি, গ্রেপ্তার ২

পোশাক পরে ভাইয়ের পক্ষে মনোনয়ন উত্তোলন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :