শেরপুরে বাগানে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৩, ১৭:২০| আপডেট : ২২ জুন ২০২৩, ১৭:৩৪
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে আশিক (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পৌর শহরের পোড়াগড় এলাকার পরিত্যক্ত মাঠে কাঠের বাগানে একটি গাছের ডাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

মৃত আশিক স্থানীয় নুরুল ইসলামের ছেলে ও শ্রীবরদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সংসারের অভাব অনটনের কারণে আশিক টিউশনি করে পড়া-লেখার খরচ বহন করতেন। সম্প্রতি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আশিক। মা-বাবা তার চিকিৎসাও করান। এতে কিছুটা সুস্থ হন আশিক। বুধবার রাতে আশিক তার মাকে বলেন আমি কাঠের বাগানে যামু। এ সময় তার মা তাকে বাধা দেন। আজ বৃহস্পতিবার ভোরে তিনি একটি নতুন গামছা নিয়ে বাগানে যান। সেখানে নিম গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আশিকের মা আকলিমা বলেন, ‘রাতে সে গামছা নিয়ে বাগানে যাইতে চাইছিল। যাবার দেই নাই। আমরা ঘুম থাইকা না উঠতেই ঘর থেকে বের হয়ে যায়। পরে দেখি সে গাছের ডালের সঙ্গে ফাঁসি দিছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই নুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্যে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা