৬৩ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়ি এল আরেকটি জাহাজ

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে এল ইন্দোনেশিয়ার আরও একটি বড় জাহাজ। এ নিয়ে গত দুই মাসে ৩ লাখ টনের বেশি কয়লা নিয়ে পাঁচটি জাহাজ ভিড়ল এই বন্দরে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, কয়লা নিয়ে বহির্নোঙরে অবস্থান করা পঞ্চম জাহাজটি শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস জেটিতে নিয়ে আসেন। খালাসের পর কয়লা নেওয়া হবে প্রকল্প এলাকায়। এর আগে গত ১৪ জুন ৫৪,৭৪০ টন কয়লা নিয়ে আসে ইন্দোনেশিয়ার চতুর্থ জাহাজটি।
উল্লেখ্য, এপ্রিলের ২৫ তারিখ মাতারবাড়ি বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজটি ছিলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ।
ঢাকাটাইমস/২৩জুন/ইএস

মন্তব্য করুন