শেরপুর সদরের ভাতশালায় সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণ

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। গণসংযোগ শেষে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন সংরক্ষিত আসনের সাবেক এ সংসদ সদস্য।
ফাতেমাতুজ্জহুরা শ্যামলী জেলা যুব মহিলা লীগের সভাপতি, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক। আগামী জাতীয় নির্বাচনে তিনি শেরপুর-১ (সদর) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী।
ভাতশালা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। এছাড়া দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি।
ওইসময় সাবেক এমপি শ্যামলী বলেন, ‘আমি সদর আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমার জন্য দোয়া করবেন। দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আপনাদের নিয়ে একটি পরিচ্ছন্ন নান্দনিক ও আধুনিক শেরপুর গড়ে তুলবো।’
তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনিম, আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলী নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহারসহ জেলা যুব মহিলা লীগ নেত্রী নাহিদ রহমান জুলি, লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পাল, সুমি বিশ্বাস, রিতা, জেসমিন আক্তারসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতাকর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৪জুন/ডিএম)

মন্তব্য করুন