রাজবাড়ীর কোরবানির হাটে এক খাসির দাম সোয়া লাখ টাকা!

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৩, ২১:৪৫
অ- অ+

প্রতি বছর ঈদুল আজহার আগ মুহূর্তে নানা আকৃতি ও দামে আলোচনায় আসে বাহারি নামের গরু ও ছাগল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘মিঠু’ নামের ৯৫কেজি ওজনের একটি খাশি। মিঠু নামের ওই খাশির মালিক স্কুল ছাত্র ওমর আলী তার খাশির দাম চাচ্ছেন ১লাখ ২৫ হাজার টাকা। তবে এর কিছু কম হলেও সে খাসিটি বিক্রি করে দিবেন।

রাজবাড়ী পৌর পশু হাটে মিঠু নামের এই খাসিটিকে তোলা হলে একনজর দেখতে ভিড় করেছিলেন অনেকেই। বিশেষ করে হাটে আসা ক্রেতাদের নজরের কেন্দ্রবিন্দুতে ছিল খাসিটি। খাসিটির মালিকের নাম ওমর। সে মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকার রফিক সরদারের ছেলে। স্কুলছাত্র ওমর তিন বছর যাবত খাসিটি লালনপালন করেছে।

ওমর বলে, তিন বছর যাবত আমি খাসিটিকে লালনপালন করে বড় করেছি। শখ করে নাম রাখি ‘মিঠু’। মিঠু বলে ডাক দিলেই সে সাড়া দেয়। খাসিটিকে আমি ভাত, খড়, ভুসি ও ঘাস খাওয়াই। এটিকে বিক্রির জন্য আজ হাটে তুলেছি। আমার সঙ্গে চাচা ও চাচাতো ভাই এসেছেন। দাম চাচ্ছি ১ লাখ ২৫ হাজার টাকা। ইতোমধ্যে ৮০ হাজার টাকা দাম হয়েছে। ১ লাখ টাকা হলে বিক্রি করে দেব।

হাটে আসা দর্শনার্থী রেজাউল বলেন, আমার তখনও এত বড় খাসি দেখিনি। হাটে ঢুকতেই খাসিটি আমার নজর কাড়ে।

কাজী রকিবুল হাসান নামের আরেকজন বলেন, বিশাল আকারের খাসিটি দেখতে ছোটখাট একটি গরুর মতো। আমি জীবনে এত বড় খাসি দেখিনি।

হাটে খাসি কিনতে আসা ক্রেতা মিরাজ শেখ, আমি কোরবানির জন্য একটি খাসি কিনতে হাটে এসেছি। হাটে বেশ কয়েকটি খাসি দেখলাম। তার মধ্যে মিঠু নামের খাসিটি সবচেয়ে বড়।

হাটের ইজারাদারের প্রতিনিধি জনি বলেন, রাজবাড়ীর হাটে আজকে একটি বড় খাসি উঠেছে। খাসিটির ওজন ৯৫ কেজি হবে। বিক্রেতা ১ লাখ ২৫ হাজার টাকা দাম চাচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খায়েরউদ্দিন বলেন, এ বছর রাজবাড়ীর বিভিন্ন পশুর হাটে রোগাক্রান্ত পশু শনাক্ত ও চিকিৎসাসেবা প্রদানে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ভেটেনারি মেডিকেল টিম থাকবে। এ বছর রাজবাড়ীতে সাড়ে আট হাজার খামারে ৫৪ হাজার ৫২৫টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। সরকারি হিসাব মতে, এ বছর ১৪ হাজার ৯৮৫টি ষাঁড়, ৩৩ হাজার ১০টি ছাগল, ৬ হাজার ২০০টি গাভি, ৩০টি মহিষ, ৩০০টি ভেড়া কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।

(ঢাকাটাইমস২৪জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
আজ জাতীয় গণহত্যা দিবস, কী ঘটেছিল একাত্তরের সেই কালরাতে
অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা নিয়ে এগিয়ে যেতে চায়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা