ইতালির তরিনো বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৩:১৪ | প্রকাশিত : ০৫ জুলাই ২০২৩, ১৩:১৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালির তরিনো শাখার সভাপতি শাহাজান মনির মাদবর ও সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিক এর সংগঠন পরিপন্থী অনিয়ম, পদ-বাণিজ্য, একুশে পদকের নামে চাঁদাবাজি করে আওয়ামী লীগের লোকদের পদক প্রদান ও বিভিন্ন অনিয়মসহ অনৈতিক কার্যক্রমের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও বিতর্কিত হওয়ায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় একটি হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য প্রদান করেন তরিনো বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান। সংবাদ সম্মেলনের শেষে তরিনো শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবলু মোশারফের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ইতালি বিএনপির সহ সম্পাদক ও তরিনো শাখার উপদেষ্টা হাসান কামরুল, তরিনো বিএনপির উপদেষ্টা এবিএম আসাদুল্লাহ, আরিফ চৌধুরী, সাইফুল ইসলাম সবুজ, সহ সভাপতি শামীমুল হুদা, রঞ্জিত পাল,হুমায়ন কবীর, নুর আলম, সৌরাব হোসেন, কামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক হাদীছুর রহমান সালাম, আজিজুর রহমান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুব বিষয়ক সম্পাদক রাসেল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- আইন বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বাবু, সহ আইন বিষয়ক বিল্লাল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমুনুল ইসলাম দারু, সহ সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেহান মোল্লা, গবেষণা বিষয়ক সম্পাদক রফিক আলী, সহ সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, রিপন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম সুমন, জুয়েল, প্রচার সম্পাদক রাসেলসহ অনেকে।

(ঢাকাটাইমস/০৫জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :