মানিকগঞ্জে ২২ লাখ টাকার হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৩, ২০:২৬
অ- অ+

মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২ লাখ টাকার হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর গ্রামের অনিক হাসান হীরা, একই ইউনিয়নের চরমত্ত গ্রামের মো. ছানোয়ার হোসেন ও সিংগাইর উপজেলার রায়রা ইউনিয়নের বাইমাইল কালীনগর গ্রামের মো. মুন্নাফ হোসেন।

মো. হামিমুর রশীদ জানান, ‘গোপন খবরে মানিকগঞ্জ সদর উপজেলার দিয়ারা ভবানীপুর, চরমত্ত ও সিংগাইর উপজেলার বাইমাইল কালীনগর গ্রামে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিকের কাছ থেকে ২০ গ্রাম, ছানোয়ারের কাছ থেকে ১২০ গ্রাম ও মুন্নাফের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মাদক মামলা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা