মানিকগঞ্জে ২২ লাখ টাকার হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২ লাখ টাকার হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর গ্রামের অনিক হাসান হীরা, একই ইউনিয়নের চরমত্ত গ্রামের মো. ছানোয়ার হোসেন ও সিংগাইর উপজেলার রায়রা ইউনিয়নের বাইমাইল কালীনগর গ্রামের মো. মুন্নাফ হোসেন।
মো. হামিমুর রশীদ জানান, ‘গোপন খবরে মানিকগঞ্জ সদর উপজেলার দিয়ারা ভবানীপুর, চরমত্ত ও সিংগাইর উপজেলার বাইমাইল কালীনগর গ্রামে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিকের কাছ থেকে ২০ গ্রাম, ছানোয়ারের কাছ থেকে ১২০ গ্রাম ও মুন্নাফের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মাদক মামলা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০৫জুলাই/এসএ)

মন্তব্য করুন