মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
মাদারীপুরের শিবচর-শেখপুর আঞ্চলিক সড়কের ভেন্নাতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মহরজান বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মহরজান বেগম নামে ওই বৃদ্ধা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, এসময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন বৃদ্ধা। স্থানীয়রা আহত অবস্থায় ওই বৃদ্ধাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মৃত্যুর বিষয়ে আমাদের কেউ জানায়নি। তবে খোঁজখবর নিচ্ছি।
(ঢাকাটাইমস/০৬জুলাই/এসএম)