চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৩, ১৫:২২
অ- অ+

দিনাজপুরের চিরিরবন্দরে পুন্ট্রি ইউনিয়নের একটি বাঁশ ঝাড় থেকে ফিলিমন বর্মন (৫৬) নামে একজন আদিবাসী নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার গমিরাহাট এলাকার বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নৈশ্য প্রহরী ফিলিমন বর্মন গমিরা হাট এলাকার বাসিন্দা ও ওই এলাকার তফসিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী।

ফিলিমন বর্মনের ছেলে আমিন সরেন জানান, আমার বাবা গত দুদিন ধরে নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুজি করছি বাবাকে পায়নি। কিন্তু শুক্রবার দুপুরে এই এলাকার স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছে জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহের কথা শুনতে পেয়ে আমি ছুটে এসে দেখি মরদেহটি আমার বাবার।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে প্রাথমিক সুরতাহাল শেষে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য কাজ করছে চিরিরবন্দর থানা পুলিশ।

(ঢাকাটাইমস/০৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা