৯ দিন ধরে ঘরে পড়েছিল বৃদ্ধার লাশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:৩৫ | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১২:২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা লাশটি অন্তত ৯ দিন ধরে ঘরে পড়েছিল।

শুক্রবার রাতে নিমাইকাশারী বাগমারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।

আনোয়ার বেগমের স্বামীর নাম আব্দুস সাত্তার। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

পুলিশ জানায়, নিহত বৃদ্ধা একজন গার্মেন্টসকর্মী। তার এক ছেলে ও এক মেয়ে। তিনি ও তার ছেলে সোহাগ নিমাইকাশারীর বাগমারা এলাকায় বসবাস করতেন। তার মেয়ে মনিরা আক্তার নিজ পরিবার নিয়ে যাত্রাবাড়ীতে ভাড়া থাকেন।

ঈদের দুদিন আগে নিহত বৃদ্ধার ছেলে যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তার বোনের বাসায় থাকার জন্য চলে যান। পরবর্তী আর বাসায় ফেরেননি। মরদেহটি উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি ৮-৯ দিন আগের।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, লাশের খবর পাওয়া মাত্রই আমাদের থানা পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে। মরদেহের অবস্থা ভালো ছিল না। আমরা ধারণা করছি ঈদের দিন রাতে অথবা পরের দিন সকালে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

আরও পড়ুন: কুলাউড়ায় দুর্বৃত্তের কোপে আহত যুবকের মৃত্যু

কারণ ঈদের দিন ওই বৃদ্ধা তাদের বাড়ির মালিকের স্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে কোরবানির মাংস খেয়েছিলেন।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :