বগুড়ায় সুদের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামীর আত্মহত্যা

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৩, ২৩:৩০
অ- অ+

বগুড়ার গাবতলীতে সুদের টাকা আদায় করতে গৃহবধূ‌কে মধ‌্যরাত পর্যন্ত আটকে রে‌খে নির্যাত‌নের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় অপমা‌ন সহ‌্য কর‌তে না পে‌রে স্বামী আব্দুল মালেক (৪৬) ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এমন অভিযোগে রবিবার গোলজার নামে এক দাদন ব‌্যবসায়ী‌কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই দিন আব্দুল মালেকের স্ত্রী রিমা বেগম (৪০) বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররাণীরপাড়া গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটে।

এজাহার ও স্থানীয় সূত্র জানায়, গাবতলীর মহিষাবান ইউনিয়নের পাররাণীরপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রিমা বেগম তার স্বামীকে না জানিয়ে গোপনে পার্শ্ববর্তী চকবেড়া গ্রামের মৃত আকোমুদ্দিনের ছেলে গোলজার রহমানের কাছ থেকে গত ৪ মাস আগে ৩৬ হাজার টাকা সুদের উপর ধার নেয়। গোলজার জামানত হিসেবে রিমা বেগমের কাছ থেকে দেড় ভরি গহনা এবং ২টি অলিখিত চেকের পাতা বুঝিয়ে নেয়। সেই ৩৬ হাজার টাকা এখন সুদে-আসলে দাঁড়িয়েছে ৭৫ হাজার টাকায়। এই ৭৫ হাজার টাকা পরিশোধের জন্য গোলজার গৃহবধূ রিমাকে চাপ দিতে থাকে এবং স্বামী আব্দুল মালেককেও বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে। এক পর্যায়ে আব্দুল মালেক গত বৃহস্পতিবার সন্ধারাতে রিমাকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মধ‌্যরাত পর্যন্ত বাঁশঝাড়ে আটকে রে‌খে নির্যাতন ক‌রে।

পরদিন শুক্রবার রিমা বেগমের বাবা উনচুরখী গ্রামের আব্দুর রহিম প্রামানিক গরু বিক্রি করে ৭৫ হাজার পরিশোধ করেন। এরপরেও রিমার গচ্ছিত গহনা ও চেকের পাতা ফেরত দেয়ার জন্য স্বামী আব্দুল মালেকের কাছ থেকে আরো টাকা দাবী করে বিভিন্ন হুমকি-ধামকি দেন গোলজার। এ ঘটনায় ক্ষোভে-অপমা‌বে আব্দুল মালেক গত শনিবার দিবাগত রাতে তার ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় রিমা বেগম বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ গোলজারকে গ্রেফতার করে।

গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত গোলজারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৯জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা