ফেনীতে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৩, ১২:৫৯
অ- অ+

ঢাকা থেকে অপহৃত এক কিশোরীকে (১৪) ফেনীর সোনাগাজী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইব্রাহীম রাজু, তার বাবা মো. আবুল হোসেন ও ভগ্নিপতি নূর উদ্দিন।

আসামিদেরকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভূক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, ইব্রাহীম ঢাকার চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই এলাকার এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকালে তার নেতৃত্বে ৫-৬ জন তাকে জোরপূর্বক অপহরণ করে ফেনীর সোনাগাজীর নিজ বাড়িতে নিয়ে যায়। ওই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন। রবিবার ভোরে পুলিশ কিশোরীকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, ‘কিশোরীকে সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হবে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে হাজীর করা হলে, আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা