সিঁধ কেটে ঘরে ঢুকে ইজিবাইক চালককে হত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩, ১২:১৯| আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১২:৪৪
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে ইজিবাইক চালককে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তি উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে আলম মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আলমের ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলমকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে পুলিশে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে আলমের গলা কাটা মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: মাদারীপুরে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৬

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বুধবার রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে বজ্রপাতে তুলার গুদামে আগুন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
ব্যাংককে মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন 
যাত্রাবাড়ীর দনিয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিল কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা