চাঁদপুর জেলা যুবলীগ নেতার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১৬:১৬
অ- অ+

চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূইয়ার ছোট ছেলে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. কামরুল হাসান টিটু ভুইয়া (৪৫) হৃদরোগে আক্রান্ত ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোররাত ৪টার দিকে ব্যবসায়িক কাজে চট্টগ্রামে অবস্থান কালে তিনি মারা যান।

মৃত মো. কামরুল হাসান টিটু ভূইয়ার অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টিটু ভূইয়ার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শোকের মাতম চলছে। বন্ধুবান্ধব রাজনীতিক নেতাকর্মীসহ সকলে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের মাধ্যমে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বাদ জুমা দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইচলী আহমদীয়া ঈদগা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা