ভাষাবিজ্ঞানী ড. আবুল কালাম মনজুর মোরশেদের মৃত্যু, ঢাবি উপাচার্যের শোক

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৪:৫১ | প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ১৪:২৪

একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ মারা গেছেন। খ্যাতনামা এই ভাষাবিজ্ঞানীর মৃত্যুতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শোক প্ৰকাশ কররছেন।

বুধবার এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উপাচার্য বলেন, অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ছিলেন একজন দেশবরেণ্য ভাষাবিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলা বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও পত্র-পত্রিকায় তাঁর অসংখ্য প্রবন্ধ ও গল্প প্রকাশিত হয়েছে। অসংখ্য পুস্তকের রচয়িতা, শিশুসাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক এই ভাষাবিজ্ঞানী বাংলা ভাষা উন্নয়ন ও গবেষণায় অনন্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

আবুল কালাম মনজুর মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। মঙ্গলবার রাজধানীর নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

রাজশাহীতে জন্ম নেওয়া আবুল কালাম মনজুর মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ ও এমএ পাস করেন। পরে ভাষাবিজ্ঞানে এমএ করেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবং পিএইচডি করেন স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সংহতি, নেতানিয়াহুর কুশপুতুল দাহ

শুক্রবার ক্লাস নেওয়ার পোস্টটি ভুলবশত হয়েছে: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেফাজতের ৭ দফা দাবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :