বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের পরামর্শ পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ১৭:১৭

বৃহস্পতিবার কর্মদিবস থাকায় বিএনপিকে রাজধানীর নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে গণমমাবেশ না করতে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর পরিবর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করতে ডিএমপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সেই কারণেই নয়াপল্টন ও সোহরোওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনো তাদের (বিএনপি) কোথাও অনুমতি দেওয়া হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, এ পর্যন্ত বিএনপি-আওয়ামী লীগসহ নয়টি দল বৃহস্পতিবার রাজধানীতে সভা-সমাবেশের অনুমতি চেয়েছে। সবাইকে অনুমতি দেওয়া হবে না। পর্যালোচনা করে কয়েকটি দলকে অনুমতি দেব।

এর আগে সকালে লালবাগ হোসেনি দালানে তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের গোলাম ফারুক বলেন, রাজনৈতিক কর্মসূচিতে যেন জনগণের ভোগান্তি না হয়, হলে বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, ওয়ার্কিং ডে’তে বিশাল বিশাল জনসভা করে লাখ লাখ লোককে রাস্তায় আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করতে হবে। তারা (রাজনৈতিক দল) যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডে’তে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন। যারা সমাবেশে আসবেন তারা যেন লাঠিসোঁটা বা ব্যাগ না নিয়ে আসেন। যাতে বিস্ফোরক বা সাপোর্টাইজ না থাকতে পারে।

ঢাকাটাইমস/২৬জুলাই/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :