ফরিদপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ইমামদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ২৩:৩১

ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: আশিকুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান শিকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মো. শাহাবুদ্দীন।

মাদক, বাল্যবিয়ে, জঙ্গি, সন্ত্রাস রোধে সমাজের শান্তি ও সম্প্রতি রক্ষায় প্রতিটি অঞ্চলে ইমামদের ভূমিকা রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরশনে সকল ইমামের কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ সময় জেলার প্রায় ৬ শ ইমাম ও খতিবদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :