টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১৩:২৮| আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৪:২১
অ- অ+

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে মারা যাওয়া আলমগীর মিয়া (৫০) দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের আলাউদ্দিন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার বিকাল ৩টার দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় নয়জন, নাগরপুর উপজেলায় পাঁচজন, মির্জাপুর উপজেলায় দুজন, সখীপুর উপজেলায় দুজন, মধুপুর উপজেলায় একজন, গোপালপুর উপজেলায় দুজন রয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, আলমগীর বুধবার বিকালে ৩টার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা