দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে আপস নয়: পাপন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও লুটপাটকারীদের সঙ্গে কোনো আপস নয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো কারো ক্ষতি করে না। স্বাধীনতা বিরোধীরা যদি ভৈরব-কুলিয়ারচরে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের কোনো ক্ষতি করে তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।
রবিবার বেলা ১২টার দিকে নিজ এলাকা ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর ঈদগাহ মাঠে আয়োজিত পথসভায় এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোষররা আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে। তারা দেশের অর্থনীতির চাকা বন্ধ করতে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সকল জনগণকে ঐক্যবন্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার অধীনেই দেশে সঠিক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় । সেজন্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন, নাজমুল হাসান পাপনের সহধর্মিণী রোকসানা হাসান, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, আওয়ামী লীগ নেতা মোল্লা সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল মনসুর প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এআর)

মন্তব্য করুন