বাবা-মায়ের ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ১২:১৬| আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৪:৪৩
অ- অ+

বাবা-মায়ের ওপর অভিমান করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিষপান করে নিরব মুন্সী (১২) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

বুধবার বেলা ৩টার দিকে ডহর পাচুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত নিরব বহরপুর ইউনিয়নের মো. আসলাম মুন্সীর ছেলে। সে বহরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গত ২৫ জুলাই নিরব ও তার ছোট বোনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে মা-বাবা নিরবের ওপর রাগারাগি করেন। এতে নিরব অভিমান করে ওইদিনই বাজার থেকে কীটনাশক (বিষ) কিনে খায়। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

প্রায় এক সপ্তাহ চিকিৎসা গ্রহণ শেষে সোমবার নিরবকে নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। বাড়ি আসার একদিন পর বুধবার বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বুধবার বেলা ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এলএম/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা