নেত্রকোণায় ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নেত্রকোণায় সংবাদ সম্মেলন করেছেন নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
রোববার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ই আগস্ট জেলার খালিয়াজুরী উপজেলার ১৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনে গৃহ প্রদান করা হবে। ‘মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সারা দেশের ন্যায় ইতোমধ্যে নেত্রকোণা জেলার বাকি ৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ৯ই আগস্ট জেলার খালিয়াজুরী উপজেলার ১৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনে গৃহ প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অমিনেষ সোমসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৭ আগস্ট/ ইএইচ)

মন্তব্য করুন