কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩, ০৯:১৭| আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২:১৪
অ- অ+

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।

সোমবার সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে দশজন আসামীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, রাজারহাট থানায় ছয়জন, নাগেশ্বরী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, কচাকাটায় থানায় একজন।

এছাড়াও সিআর ওয়ারেন্টের সদর থানায় দুইজন, উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন, কচাকাটা থানায় একজন, নিয়মিত মামলায় ছয়জন, পূর্বের মামলায় চারজন সহ গত ২৪ ঘন্টায় মোট ২৫ জন আসামী গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা