মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৬:১৪ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৩, ১৫:০৮

জঙ্গি সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়ায় আরও ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছেন স্থানীয়রা। তাদের দাবি, আটকরা সবাই কথিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র অনুসারী।

সোমবার বেলা ১১টার দিকে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যানের তত্ত্বাবধানে সাধারণ জনতা তাদের আটক করেন।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদ।

তিনি বলেন, শনিবার যেসব জঙ্গিদের আটক করা হয়েছিল তারা বলেছেন, তাদের সঙ্গে আরও অনেকে এ পাহাড়েই আত্মগোপনে আছেন। পরে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পুলিশকে বিষয়টি জানিয়ে তদন্ত করতে থাকি। সীমান্তবর্তী কর্মধা, ফুলতলা ও সাগরনাল এলাকায় মানুষ সেট করে রাখি। রবিবার বিকালের দিকে আমার ছেলের কাছে কয়েকজন নারী-পুরুষ ফুলতলা বর্ডার কোন দিকে জানতে চান। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে সে বাজারের দিকে রাস্তা দেখিয়ে দেয়। পরে সে আমাকে বিষয়টি জানায়। আজ সকালে তারা সিএনজিতে করে অন্যত্র গমনের চেষ্টা করছিল। এ সময় সাধারণ জনতা তাদের আটক করে।

তিনি আরও বলেন, তারা বর্তমানে আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে আছেন। পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সোমবার বিকালে সিটিটিসির যুগ্ম কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, আমাদের টিম এরইমধ্যে কুলাউড়ার পথে রওনা হয়েছে। তারা সেখানে গেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্মধার পূর্ব টাট্রিউলি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে সোহেল তানজিমের স্ত্রীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের সঙ্গে তিনটি শিশুও ছিল।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

সালথায় নির্বাচনের ৬ দিন আগে প্রতীক পেলেন দুই প্রার্থী 

নির্বাচনি আচরণবিধি লঙ্গন: বিশ্বম্ভরপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্য

এমপি আমুর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ

দরপত্র ছাড়াই ব্রিজের মালামাল বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

ফরিদপুরে নকল আইসক্রিম তৈরির কারখানায় জরিমানা

ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি গ্রহণে পিছিয়ে আছি: কৃষিবিদ শওকত ওসমান

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, ভূমি অধিগ্রহণে জটিলতা

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :