সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে সূচকে উত্থান, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৩, ১৬:০১| আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬:১২
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন কমেছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ২৯৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ১ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৩০১ কোটি ৫৩ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে ১৫৩টি প্রতিষ্ঠানের ৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টির দর বেড়েছে, কমেছে ২৬টির এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ঢাকা স্টক এক্সচেঞ্জের অভিনন্দন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা