আমার নায়িকা হয়ে ওঠার পেছনে বাংলাদেশের অবদান অনেক বেশি:​ ঋতুপর্ণা

লিটন মাহমুদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৩, ১৬:০৯| আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৯:২৪
অ- অ+

ঋতুপর্ণা সেনগুপ্ত। বয়স যে তার কাছে শুধুই একটা সংখ্যা। প্রায় তিন দশক ধরে টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা এ অভিনেত্রী গ্ল্যামার ধরে রেখেছেন এখনও। টালিউডের পাশাপাশি ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। সম্প্রতি ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনার একটি সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা এসেছিলেন ঋতুপর্ণা। ‘স্পর্শ’ নামের সিনেমাটিতে বাংলাদেশি নায়ক নিরব হোসেনের বিপরীতে কাজ করছেন। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। এই লটে ছয় দিনের শুটিং শেষে বৃহস্পতিবার রাতে কলকাতা ফিরে গেছেন তিনি। শেষদিনে রাজধানীর একটি হাসপাতালে শুটিংয়ের ফাঁকে ঢাকা টাইমসের মুখোমুখি হন এই নায়িকা।

‘স্পর্শ’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে ঋতুপর্ণা জানান, এই সিনেমায় তার চরিত্রের নাম ইন্দিরা। যে একজন সফল ব্যবসায়ী। ভীষণ আবেগী একজন নারী। একজন সিঙ্গেল মাদার। ভীষণ একাকিত্বের মাঝে যিনি মানুষের জন্য নিজেকে নিবেদিত করতে চান। আবার তার মধ্যে প্রেমও আছে।

ইন্দিরা চরিত্রের মাধ্যমে দর্শক কী বার্তা পেতে পারে?

ঋতুপর্ণা বলেন, ‘এই সিনেমার সবগুলো বার্তা খুব পরিষ্কার। সেনসেটিভ বিষয় নিয়ে এই ছবিটি হচ্ছে। একটা মানুষের জীবনে বিভিন্ন রকম সম্পর্ক আসতে পারে, যা সোসাইটি জাজ করতে পারে না এই বক্তব্যটি ছবিতে আছে। এছাড়া এতে বন্ধুত্ব, সিঙ্গেল মাদার স্ট্যাটাস, সিচুয়েশন অফ ম্যারেজ এই সম্পর্কের জায়গাগুলোকে সুন্দরভাবে বুণে তোলা হয়েছে। ’

এই সিনেমায় যুক্ত হওয়ার কারণ কী?

ঋতুপর্ণা: ‘প্রথমত সিনেমার গল্প। আমি সব সময় একটা ভালো গল্পের সন্ধান করি, যেখানে নতুন করে কিছু করার সুযোগ আছে। এছাড়া এতে ফ্রেশ কাস্টিং এবং নতুন পরিচালক বলে এই কাজটি করছি।’

সম্প্রতি ঢাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিব্রত হয়েছেন ঋতুপর্ণা। এই বয়সেও নায়িকা হওয়া নিয়ে প্রশ্ন করায় চরম বিরক্তি প্রকাশ করেন। এমনকি প্রশ্নটি প্রচার করতে বারণ করা সত্ত্বেও ফলাও করে সেই অংশটি প্রচার করা হয়! তাতে বিস্মিত এই নায়িকা। সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা কোনো ধরনের প্রশ্ন হতে পারে। একজন অভিনেতা বা অভিনেত্রী এত বছর ধরে কাজ করেছে, তাদেরকে এই প্রশ্ন করলে বোঝা যায় যে প্রশ্নটি করেছেন তিনি একজন ভালো জার্নালিস্ট নন। একজন সুপারস্টারের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তাই এই ইয়োলো জার্নালিজমকে আমি সাপোর্ট করি না। দিস ইজ কলড ইয়েলো জার্নালিস্ট অ্যান্ড দিস ইজ কলড স্টুপিড জার্নালিজম। আর এই স্টুপিড জার্নালিজমকে আমি একদম সাপোর্ট করি না।’

১৯৯৭ সালে ‘স্বামী কেন আসামী’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় ঋতুপর্ণার যাত্রা শুরু। এ সিনেমায় প্রয়াত চিত্রনায়ক মান্নার বিপরীতে কাজ করেন তিনি। এর পরের বছর আমিন খানের বিপরীতে তার ‘রাঙাবউ’ সিনেমা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশে। এরপর ফেরদৌস, রিয়াজসহ বাংলাদেশের অনেক নায়কের বিপরীতে কাজ করেন তিনি। তাদের মধ্যে বাংলাদেশের কোনো নায়কের সঙ্গে মজার স্মৃতির কথা শুনতে চাইলে নায়ক মান্নার কথা তুলে ধরেন নায়িকা। বলেন, ‘মানা ভাইয়ের সাথে অনেক স্মৃতি রয়েছে। আই রিয়েলি মিস হিম। বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল নক্ষত্র তিনি। মান্না ভাই ছিলেন, আছেন, থাকবেন। উনি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি যতবার ঢাকায় এসেছি উনি অনেক টেক কেয়ার করেছে। কিছু লাগবে কিনা? কী খাব? একবার আমি এবং আমার শাশুড়ি এসেছিলাম বাংলাদেশে। মান্না ভাই তাদের বাসায় দাওয়াত করে খাইয়েছিল। মনে আছে একবার আবুধাবিতে একটি শোতে গিয়েছিলাম। সে সময় আমি প্রেগন্যান্ট ছিলাম। তখন বিষয়টা কেউ জানতো না। মান্না ভাই আমাকে বলছে তুমি এত আস্তে আস্তে পা ফেলছো কেন, আমি বললাম আমার একটু প্রবলেম হয়েছে। তখন আমার শাশুড়িকে মান্না জিজ্ঞেস করেছিল খালাম্মা কী ব্যাপার বল তো, এখন মান্না ভাই বলল তাহলে তো ঋতুকে আমাদের ভালো করে যত্ন করতে হবে।’

ঋতুপর্ণা হয়ে ওঠার পেছনে বাংলাদেশের অবদান কতটুকু?

নায়িকা বলেন, ‘বাংলাদেশের অবদান অনেক বেশি। আমার যত বড় ক্যারিয়ার আছে কখনো আমি এর ভেতর থেকে বাংলাদেশকে বের করে দিতে পারব না। বাংলাদেশ প্লে ভেরি ইম্পরট্যান্ট রোল ইন মাই ক্যারিয়ার। আমার সাকসেসের জন্য আমি বাংলাদেশের কাছে খুবই কৃতজ্ঞ।’

‘স্পর্শ’ বাদে অন্যান্য কাজগুলো সম্পর্কে ঋতুপর্ণা বলেন, ‘এই মুহূর্তে আমার কলকাতার প্রেক্ষাগৃহে দত্তা দারুণ চলছে। চলতি মাসের ২৫ তারিখে ‘বিউটিফুল লাইফ’ নামে আমার আরও একটা সিনেমা মুক্তি পাচ্ছে। চারটি ভাষায় সিনেমাটি ডাবিং হচ্ছে। এছাড়া গুডবাই মাউন্টেন, ‘আমার লবঙ্গ লতা’ ‘কাল ত্রিঘোরি’ ‘অন্তর্দৃষ্টি’ সিনেমাগুলো মুক্তির জন্য রেডি আছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা