ভোলায় ১০ কেজি গাঁজাসহ আটক ১

ভোলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার ভোলা জেলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাঈদ আহমেদের তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ড থেকে তাকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে ডিবি পুলিশের একটি টিম।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম (৩৪), তার পিতা মৃত আব্দুল মজিদ। গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। আসামির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৯ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন