ভোলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলার বোরহানউদ্দিনে ট্রাকচাপায় মো. রায়হান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হাকিমুদ্দিন দরগার উত্তর পাশে দালালপুর নাইব বাড়ির সামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রায়হান উপজেলার টবগী ৪ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির গোলাম মাওলার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই একটি ট্রাক পাটারি বাজার সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত পাশ থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেল সড়কে পড়ে গেলে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রায়হান মারা যান।
বোরহানউদ্দিন থানার এস আই জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)

মন্তব্য করুন