ভোলায় ৯ কোটি টাকার ইয়াবা জব্দ, পানিতে ডুবিয়ে নষ্ট করলো প্রশাসন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৪| আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৯
অ- অ+

ভোলায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে প্রায় ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক দাম ৯ কোটি টাকা।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

জব্দকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালীর নির্দেশ মোতাবেক বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী পরিচালক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে পানিতে ডুবিয়ে ইয়াবাগুলো ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত
গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে (অব.) গ্রেপ্তার করা হয়েছে
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা