গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৬| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:৩৬
অ- অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শারীরিক কিছু জরুরি পরীক্ষার জন্য। চিকিৎসা শেষে রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরে যান।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়া হঠাৎ কিছুটা অসুস্থবোধ করলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাথমিকভাবে কিছু রুটিন টেস্ট ও চেকআপ করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করা হবে।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে টানা ১৭ দিন ‘লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তিনি ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ওঠেন।

প্রায় চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। দেশে ফেরার পর এটি তার দ্বিতীয়বারের মতো হাসপাতালে চেকআপ।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণহানি বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশত
রাঙ্গাবালীতে নিম্নচাপের প্রভাবে প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে মাছের ঘের
নিখোঁজের ৭ দিন পর কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা