সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ১ কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং থান কাপড় জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে জেলার মধ্যনগর উপজেলা কির্তনছড়া এলাকায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

মন্তব্য করুন