রাজের মাথায় ‘চার সেলাই’, যা জানালেন পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৩, ১৮:০৭| আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৯:০৬
অ- অ+

তারকা দম্প্রতি শরীফুল রাজ ও পরীমনির আলিঙ্গনের ছবি ফেসবুকে প্রকাশ হয়েছে বুধরাত রাতে। পরদিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে অভিনেতা রাজের দেওয়া সাক্ষাৎকারে ভক্তরা ভেবেই নিয়েছিল, মান অভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা। তবে শুক্রবার সন্ধ্যায় জানা যায়, পরীমনির বাসা থেকে আবারও বেরিয়ে গেছেন রাজ।

জ্বর নিয়ে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরীমনি। খবরটা ছড়িয়ে পড়ার কিছু সময় পর ঢাকাটাইসের কাছে রাজের রক্তাক্ত মাথার একটি ছবি আসে। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ছবিটি নিয়ে তাদের ভক্তদের মাঝে খানিকটা রহস্য তৈরি হয়েছে।

আহতের ঘটনার বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে পরীমনি জানিয়েছেন, রাজ কোথায় সেটা তিনি জানেন না। বলেন, ‘আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’

শনিবার সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, রাজধানীর পৃথক দুই হাসপাতালে চিকিৎসাধীন আছেন রাজ ও পরীমনি। রাজের মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।

এদিকে শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার দুই হাতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ তিনি পোস্টটি ট্যাগ করেছেন চিত্রনায়িকা তমা মির্জাকে। চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম।

গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি: ব্রিটিশ প্রধানমন্ত্রী
পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রেস উইং
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এলাচ! আলসারের সমস্যায়ও মহৌষধ
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা