ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির মতবিনিময় সভা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভোলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, সাংবাদিকরা পারে তাদের লেখনির মাধ্যমে মানুষের মানসিকতার পরিবর্তন করতে। আপনারা আপনাদের লেখনির মধ্য দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ গণমানুষের সামনে তুলে ধরবেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন আপনাদের মিডিয়া, চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে কাজ করে যাবেন।
সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন মো. শওকত হোসেন, হাছনাইন আহমেদ মুন্না, আবিদুল আলম, আদিল হোসেন তপু।
এর আগে উপস্থিত সকল সাংবাদিক তাদের পরিচয় প্রধান অতিথির সামনে তুলে ধরেন। পরে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান, প্রবীণ ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজ সেবক আলো বিকাশ রায়সহ অনেকে।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এসএ)

মন্তব্য করুন