ঝিনাইগাতীতে নবাগত পুলিশ সুপারের আগমন উপলক্ষে সুধী সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি, শেরপুর
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৩, ১৭:০১| আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৭:১১
অ- অ+

শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম) ঝিনাইগাতী থানায় আগমন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে থানা চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে তাকে ফুল দিয়ে বরণ করাসহ গার্ড অব অনার প্রদান করেন থানা পুলিশ। ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন মহল।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে এবং উপপরিদর্শক রোকসানা বেগমের উপস্থাপনায় সমাবেশে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম)।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএস আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, আদিবাসী চেয়ারম্যান নবেশ খকশী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারুল্লাহ, সেক্রেটারি আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আবুল হাসেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অনেকে উপজেলার বিভিন্ন সমস্যা উল্লেখ করে প্রতিকার চেয়ে বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা গ্রেফতার
শেরপুরে এক ব্যক্তিকে অপহরণ, পুলিশ হেফাজতে সন্দেহভাজন নারী
ছদ্মবেশে শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ সংগ্রহ
শেরপুরে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা