বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কালো দিবস’

আগামীকাল বুধবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হবে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২০০৭ সালের ২০-২৩ আগস্ট সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়।
ওই ঘটনার স্মরণে গত ১৬ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবছর ২৩ আগস্টকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছেন।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসকে)

মন্তব্য করুন