১৫ সেপ্টেম্বর বসুন্ধরা সিটি মাতাবেন জেমস

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৩, ১২:১৮

দেশের অন্যতম সেরা রকস্টার মাহফুজ আনাম জেমস। তার কনসার্ট মানেই অন্যরকম উন্মাদনা। সেই উন্মাদনায় আরও একবার ভাসতে চলেছে ঢাকাবাসী। আগামী ১৫ সেপ্টেম্বর বসুন্ধরায় একটি কনসার্টে গাইবেন লাখো রকপ্রেমীর প্রিয় গায়ক জেমস।

এদিন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ইটিসি ইভেন্টসের আয়োজনে ৪ নম্বর হলে বিকাল তিনটায় কনসার্টটি শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত। ‘দ্য স্কুল অব রক’ নামের ওই কনসার্টের প্রথম পর্বে ব্যান্ড নগর বাউল নিয়ে পারফর্ম করবেন জেমস।

এ প্রসঙ্গে জেমস বলেছেন, ‘ভক্ত আর গানের টানে মঞ্চে বারবার ফিরতেই হয়। চেষ্টা থাকে শ্রোতাদের প্রিয় কিছু গান শুনিয়ে তাদের প্রত্যাশা পূরণের। ‘দ্য স্কুল অব রক’ কনসার্টেও সেই চেষ্টা থাকবে। এ আয়োজন রকপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করছি।’

কনসার্টের আয়োজকরা জানান, ‘জেমস সবসময়ই রকপ্রেমীদের পছন্দের শীর্ষে। তাই রক ঘরানার যে কোনো আয়োজনে তার কথাই মাথায় আসে। দেশের বাইরে একের পর এক শো করার কারণে অনেক দিন দেশের মঞ্চে জেমসের দেখা মেলেনি। এ কারণে সংগীতপ্রেমীদের তৃষ্ণাও বেড়ে গেছে। সেই তৃষ্ণা মেটাতেই এই কনসার্ট।’

আয়োজকরা আরও জানিয়েছে, জেমস ছাড়াও ‘দ্য স্কুল অব রক’ কনসার্টে আরও অংশ নিচ্ছে ব্যান্ড ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, প্লাসমিক নক, সংগীতায়োজক এ কে রাহুলসহ একাধিক নতুন ব্যান্ডদল।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :