প্রাণহানি ছাড়া নির্বাচন, সন্তোষজনক: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৪, ২০:৫০| আপডেট : ০৮ মে ২০২৪, ২১:৪২
অ- অ+

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ প্রাণহানি ছাড়া সম্পন্ন হয়েছে, তাই এটি ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা নির্বাচন। সন্তোষজনক বলতে হবে। আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) বিস্তারিত বলা যাবে। আজ তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি, উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছিল সেটা হাস্যকর বলে প্রমাণ হয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘উপজেলা নির্বাচনে ১৩৯টি উপজেলায় নির্বাচন হয়েছে। আপনাদেরও অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি, মারামারির। প্রথম পর্যায়ে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে।’

কাদের বলেন, ‘এ নির্বাচনে ধান কাটার একটা ব্যাপার আছে, ঝড় বৃষ্টি, আজও অনেক জায়গায় হয়েছে। নির্বাচন কমিশন যেটা বলেছে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে৷ এ পরিস্থিতিতে এটা সন্তোষজনক।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অধিকাংশ জায়গায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছে। পার্টি থেকে আমাদের নেতাকর্মীরা নেত্রীর নির্দেশে যথাযথ দায়িত্ব পালন করেছেন।

উপজেলা নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা পাগলের প্রলাপ। তিনি বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বেশিরভাগ বিজয়ী হয়েছে। এখনো কোথাও কোথাও গণনা শেষ হয়নি। আমরা মনে করি টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন। প্রশাসন খুব দৃঢ় অবস্থান নিয়েছে, দল থেকেও নেত্রীর নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছে সে জন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

(ঢাকাটাইমস/০৮মে/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা