বাণিজ্যমন্ত্রীকে ধরব, সিন্ডিকেট ভাঙা যাবে না প্রসঙ্গে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২০:৪৩ | প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৩, ১৮:৪২

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে অস্থিরতা তৈরির পেছনে ‘সিন্ডিকেট কত বড় শক্তিশালী’ তা তিনি দেখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘সিন্ডিকেট ভাঙা যাবে না এটা কোনো কথা নয়। কে কত বড় শক্তিশালী আমি দেখব। সিন্ডিকেট ভাঙা যাবে না এমন কিছু বাণিজ্যমন্ত্রী বললে তাকে আমি ধরব।’

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য ছাড়াও প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলেন।

বাজার সিন্ডিকেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেটের হাত দেওয়া যাবে না এটা কে বলেছে?’ উত্তরে যুগান্তর সম্পাদক বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট যখন হয়, যখনই সিন্ডিকেট করে আমরা শুনতে পাই তখন তো আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। সিন্ডিকেট ভাঙা যাবে না কেন বলল, ঠিক আছে আমি বাণিজ্যমন্ত্রীকে ধরব।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের খাদ্যপণ্য নিয়ে কয়েকটা হাউস আছে তারা ব্যবসা করে। যখনই তারা এমন আর্টিফিশিয়ালি দাম বাড়ে তখন তো আমরা আমদানি করি, অথবা আমরা বিকল্প ব্যবস্থা করি। যার কারণে তারা দাম কমাতে বাধ্য হয়। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা তো নিই।’

‘আমাদের দেশে একটা রীতি আছে নতুন কোনো পণ্য এলে প্রথমে কে কত দামে কিনতে পারে এই রকম একটা পরিস্থিতি হয়। আবার বর্ষাকালে কাঁচা মরিচের দাম বাড়ে। ভবিষ্যতে পণ্য মজুদ রাখার জন্য সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। বরাবরের মতো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেখানো হয়।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবের আশঙ্কা প্রধানমন্ত্রীর

রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন: সিমিন হোসেন

স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা: প্রতিমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য: গবেষণা

প্রথম ধাপে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম: সিইসি

প্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালুর কথা জানালেন প্রতিমন্ত্রী পলক

এই বিভাগের সব খবর

শিরোনাম :