কেন্দুয়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় চুল আটকে গৃহবধূর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭
অ- অ+

নেত্রকোনার কেন্দুয়ায় ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আক্তার (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে। মৃত খোদেজা আক্তার মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্বামী লাল মিয়া জানান, শনিবার সকালে ৩ মণ ধান গ্রামের বকুল মেম্বারের মেশিনে ভাঙাতে নিয়ে যাই। আমাকে সহযোগিতা করতে স্ত্রীও আমার পেছনে আসেন। ধান ভাঙানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরিয়ে আনার চেষ্টা করেন আমার স্ত্রী। এ সময় অসতর্কতার কারণে মেশিনের ফিতায় মাথার চুল আটকে খুলির উপরের অংশ ছুটে যায়। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাহফুজুর রহমান জয় জানান, মাথার খুলির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় খোদেজা আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

উপজেলার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান বলেন, মেশিনের ফিতায় চুল আটকে মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। যা খুবই মর্মান্তিক ও দু:খজনক।

কেন্দুয়া থানার উপপরিদর্শক দেবাশীষ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ এখন থানায় আছে। কোন অভিযোগ না পেলে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।

(ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা