বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য রাজধানীতে শিক্ষামেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫
অ- অ+

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নি‌য়ে রাজধানীতে শুরু হয়‌ে‌ছে ‘শিক্ষামেলা’ স্টাডি গ্রুপ এডুকেশন ডে। এই মেলায় র‌য়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের বিখ্যাত সব ইউনিভার্সিটির প্রতিনিধিরা। শিক্ষার্থীরা সরাসরি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন মেলায়।

রবিবার সকাল ১০টা থেকে ঢাকার উত্তরা লেডিস ক্লাবে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করা স্টাডি গ্রুপের সমন্বয়ে ফেইথ ওভারসিজ লিমিটেড আয়োজিত এই মেলা শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আয়োজকরা জানান, শিক্ষামেলাটি সব আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষামেলাটি নিয়ে আসছে বিভিন্ন সুযোগ সুবিধা। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই দেশগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন বিষয়ে শিক্ষাবৃত্তিসহ পড়তে যাওয়ার সুযোগ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ সুবিধা প্রভৃতি বিষয়ে জানতে পারবেন।

এছাড়াও শিক্ষার্থীদের অন্যান্য সব প্রশ্নের উত্তর দিতে শিক্ষামেলায় থাকবেন ফেইথ ওভারসিজ লিমিটেডের অভিজ্ঞ কাউন্সিলররা।

মেলার আয়োজক ফেইথ ওভারসিজ লিমিটেডের মুখপাত্র এবং চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে ফেইথ বরাবরই সচেষ্ট। শিক্ষার্থীদের পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়ে ভর্তির ব্যাপারে আমাদের রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা।’

তিনি জানান, বিশ্বের উল্লেখযোগ্য সব বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষায় সহায়ক প্রতিষ্ঠানের সঙ্গে ফেইথ ওভারসিজ লিমিটেডের পার্টনারশিপ রয়েছে। পর্যায়ক্রমে বিগত বছরগুলোতে বেশ কয়েকটি সফল শিক্ষামেলার আয়োজন করেছে ফেইথ ওভারসিজ লিমিটেড। আগের ধারাবাহিকতায় এবারও তাদের এই শিক্ষামেলা শিক্ষার্থী ও অভিভাবকদের সব জিজ্ঞাসা ও আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষামেলাটিতে শিক্ষার্থীদের জন্য থাকছে আরও বেশ কয়েকটি আকর্ষণীয় অফার। বিদেশে উচ্চশিক্ষার পথে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে IELTS পরীক্ষা। IELTS পরীক্ষায় একটি ভালো স্কোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম করে তোলে। এই বিষয়টি বিবেচনায় রেখেই ফেইথ ওভারসিজ লিমিটেড IELTS পরীক্ষার ওপর রাখছে আকর্ষণীয় কুপন জেতার সুযোগ:

১. IELTS পরীক্ষার ফি এর ওপর ১০০ শতাংশ ক্যাশব্যাক জেতার সুযোগ

২. IELTS কোর্স ফি এর ওয়েভার কুপন

৩. জেনারেল ইংলিশ কোর্স ফি এর ওয়েভার কুপন

৪. IELTS পরীক্ষার দুইটি ফ্রি মক টেস্টের কুপন

(ঢাকাটাইমস/সে‌প্টেম্বর০৩/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনের প্রতি আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা