বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫
অ- অ+

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আশিক সরকার (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১০টায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আশিক ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে।

জানা গেছে, ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আশিককে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারালো অস্ত্রের আঘাতে আশিকের হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) উদ্দেশে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, আশিক পুলিশের কাছে ৩-৪ জনের নাম বলেছে। আমরা সেই অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা