ধামইরহাটে বিজিবি বিএসএফের সৌজন্য সাক্ষাৎ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৬
অ- অ+

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য রক্ষা ও দিঘী পুনরখননে দীর্ঘসূত্রতা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী (১৩৭ ব্যাটালিয়ন) পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন পিএসসি জানান, সকাল সাড়ে ১০টায় আলতাদীঘি জাতীয় উদ্যানের জীববৈচিত্র রক্ষায় দীঘিটি পুনরখননে দীর্ঘসূত্রতা নিরসনে বিজিবির পক্ষে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. কর্নেল মো. হামিদ উদ্দিন পিএসসি। অপরদিকে ভারতের পক্ষে ৬ সদস্য বিশিষ্ট বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুখভীর ডানগার কমান্ড্যান্ট (১৩৭ ব্যাটালিয়ন) বিএসএফ পতিরাম। এ সময় দুই পক্ষের মধ্যে ভালোবাসার নিদর্শন স্বরূপ ফুলসহ বিভিন্ন ধরনের উপহার বিনিময় করা হয়।

হামিদ উদ্দিন পিএসসি আরও জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়কালে আলতাদীঘি জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণসহ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় উভয় পক্ষের উন্নয়নমূলক কর্মকান্ড এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিএসএফের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি (এডিসি), জেলার আঞ্চলিক বন সংরক্ষণ কর্মকর্তাসহ আরও অনেকে।

(ঢাকাটাইমস/০৫ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা