লালমোহনে ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে রিকশা চুরির মামলা, গ্রেপ্তার ১

লালমোহন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০ | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৯

ভোলার লালমোহনে অটোরিকশা (বোরাক) চুরির দায়ে মো. আকবর হোসেন বয়াতি নামে এক ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মো. আকবর হোসেন বয়াতি কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ডের মো. মাজেদ বয়াতির ছেলে।

সোমবার রাতে লালমোহন থানায় মামলা দায়ের করেন অটোরিকশা চালক মো. লোকমান মিয়া।

মামলার অন্য আসামিরা হলেন, মো. রাজিব, সে কালমা ইউপির বর্তমান চেয়ারম্যানের চাচাতো ভাই, মো. রুবেল, সে ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. বেলায়েতের ছেলে এবং মো. আলআমিন, সে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মুন্সির ছেলে।

অটোরিকশার মালিক মো. লোকমান জানান, ধারদেনা করে প্রায় ২ লক্ষ টাকা দিয়ে রিকশাটি ক্রয় করি এবং নিজেই চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। আকবর, রুবেল, রাজিব ও আলআমিনরা সেটাও চুরি করে নেয়ায় আমি পথে বসে গেছি।

এদিকে অটোরিকশা চুরির বিষয়ে জানতে চাইলে কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আকবর হোসেন বয়াতি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। তবে মামলায় অভিযুক্ত রুবেল বলেন, আমাদের প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতেই এ মামলা দিয়েছে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, প্রাথমিক তদন্তে অটোরিকশা চুরির সত্যতা পেয়ে মামলা আমলে নেয়া হয়েছে। মামলার ৪ আসামির মধ্যে মো. আলআমিন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :